
এবিএনএ : গত ২৯ মার্চ চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ফেসবুকে একটি ছবি শেয়ার করেন। যেখানে এক ফ্রেমে বন্দী হয়েছেন মিম, মাহি ও নুসরাত ফারিয়া। মুহূর্তের মধ্যে ছবিটি নজর কেড়ে নিয়েছিল নেটিজেনদের। তিন নায়িকা একসঙ্গে কী করছেন? তবে কি তারা একসঙ্গে কোনো কাজ করতে যাচ্ছেন? সেসময় এর কোনো উত্তর পাওয়া যায়নি তাদের কাছ থেকে।
অবশেষে জানা গেল, প্রথমবারের মতো বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য় নৃত্য পরিবেশন করতে যাচ্ছেন তারা। আগামী ৪ জুলাই থেকে বিটিভির অডিটোরিয়াম ও ড্রামা স্টুডিওতে এর শুটিং হবে বলে জানিয়েছেন প্রযোজক হাসান রিয়াদ ও এল রুমা আক্তার।
অনুষ্ঠানে থাকবে তিন তারকার জমজমাট নৃত্য। এতে মাহিয়া মাহি পাঁচ দশকের পাঁচ নায়িকা সুচন্দা, শাবানা, ববিতা, অঞ্জু ঘোষ ও দিতি অভিনীত সিনেমার গানের সঙ্গে নাচ পরিবেশন করবেন। আর কোলাজ গানের সঙ্গে দেখা যাবে মিমের পরিবেশনা। এছাড়া ভিন্নধর্মী গানের সঙ্গে নাচবেন নুসরাত ফারিয়া। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
অনুষ্ঠানে অংশ নেওয়া প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘ঈদে যে কোনো আয়োজন ঘিরে দর্শকের বেশ আগ্রহ থাকে। আনন্দ মেলা বিটিভির একটি জনপ্রিয় অনুষ্ঠান। ছোট পর্দার দর্শকদের জন্য হাজির হতে যাচ্ছি এ আয়োজনে। আশা করি, ভালো একটি পরিবেশনা উপহার দিতে পারব।’
Share this content: