বিনোদন

পোল ড্যান্সে মন মাতালেন পলিনা (ভিডিওসহ)

এবিএনএ : দুঃসাহসিক এবং খোলামেলা ছবি পোস্ট করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঝড় তুলেছেন পলিনা গ্রেটজকি। যুক্তরাষ্ট্র ওপেনে চ্যাম্পিয়ন ডাস্টিন জনসনের বাগদত্তা তিনি। জনসনের সঙ্গে প্রায়ই গল্‌ফ কোর্সে দেখা যায় আমেরিকান এই সুপার মডেল ও পপ গায়িকাকে। সৌন্দর্য এবং যৌন আবেদনের কারণে ম্যাগাজিনের প্রচ্ছদেও তাকে দেখা যাচ্ছে ঘন ঘন। সম্প্রতি রাইডার কাপে তিনি যুক্তরাষ্ট্র দলের হয়ে পতাকাও উড়িয়েছেন।

তবে এবার পলিনা খবরের শিরোনাম হয়েছেন হ্যালোউইন পার্টিতে যাওয়ার আগে। লাস ভেগাসের একটি নাইট ক্লাবে পোল ড্যান্স করে সবাইকে মাতিয়ে দিলেন তিনি। খেলোয়াড়দের স্ত্রী-বান্ধবীদের মধ্যে পলিনাই সবচেয়ে ‘সেক্সি ওয়্যাগ’ অর্থাৎ ‘হট’ কি না তা নিয়ে রীতিমতো বিতর্ক চলছে। রাইডার কাপের সময় পলিনাকে দেখে নাকি ফুরফুরে হয়ে গিয়েছিলেন টাইগার উড্‌সও। ইনস্টাগ্রামে পলিনার পোস্ট করা একটি ছবিতে টাইগারের সঙ্গে বেশ ঘনিষ্টভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। ছবির নিচে রসালো মন্তব্যও করেছেন অনেকে। সেইসব মন্তব্য টাইগারের চোখে পড়েছে কিনা তা অবশ্য জানা যায়নি।

https://youtu.be/c0tRv7CQsfQ?t=24

Share this content:

Related Articles

Back to top button