
এ বি এন এ : বেনাপোল চেকপোস্টের ওপারে পেট্রাপোল ও বেনাপোল বন্দরের নোম্যান্সল্যান্ডের সুসংহত ইন্টিগ্রেটেড চেকপোস্টের উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালে চেকপোস্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ নবনির্মিত গেট উদ্বোধন করেন তারা। এ ছাড়া বেনাপোল বন্দরের লিংরোড, বাস টার্মিনালসহ আরো কয়েকটি স্থাপনা উদ্বোধন করেন উভয় দেশের প্রধানমন্ত্রী।

বেনাপোল স্থল বন্দরের সিবিএ নেতা মনির হোসেন মজুমদার জানান, ভারতের দিল্লি থেকে সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী এবং বাংলাদেশের ঢাকা গণভবন থেকে বাংলাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যোগ দেন ।
জানা গেছে, এই ইন্টিগ্রেটেড চেকপোস্টটির প্রধান নিরাপত্তার দায়িত্বে রয়েছে ২ শতাধিক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য। এক হাজার পণ্যবাহী ট্রাকের ধারণ করার ক্ষমতা সম্পন্ন ইন্টিগ্রেটেড চেকপোস্ট বাংলাদেশের সঙ্গে আমদানি রফতানি বাণিজ্যে আরো গতিশীলতা আসবে। ট্রাক টার্মিনাল, এয়ারকন্ডিশন ওয়ার হাউজ, এক্সপোর্ট-ইমপোর্ট জোনও স্ক্যানিং মেশিনসহ বিশ্বের আধুনিক বন্দরের সব সুযোগ-সুবিধা থাকছে এখানে।
Share this content: