এবিএনএ : পূর্বের তুলনায় এবার নির্বাচন অনেকটাই সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন। তিনি বলেন, এই ধাপের নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে।
কাজী রকিবউদ্দিন বলেন, টেলিভিশনের মাধ্যমে দেখেছি বিভিন্ন জায়গার ভোটারদের, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল ব্যাপক। ভোট গ্রহণের আগের রাতে কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার কোনো ঘটনা ঘটেনি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে ছিল। তিনি বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১৬৪ জনকে চার লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুই জনকে এক মাসের ও একজনকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিইসি বলেন, তৃতীয় ধাপের নির্বাচনে ৬ হাজার ৭৫ টি কেন্দ্রের মধ্যে ২৪ টি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে। এমনকি কমিশনও নিজস্ব উদ্যোগে কয়েকটি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করেছে। দুটি কেন্দ্রে পক্ষপাতমূলক আচরণের কারণে দুজন ভোটগ্রহণ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির অভিযোগ সম্পর্কে সিইসি বলেন, সবার নিজস্ব একটি ভিউ থাকে, কমিশন যথাসাধ্য চেষ্টা করেছে নির্বাচন সুষ্ঠু করার।