আন্তর্জাতিক

মধ্যরাতে শিক্ষার্থীরা ঘুরে বেড়াচ্ছেন লন্ডনের রাস্তা

এ বি এন এ : কেউ উল্টে পড়ে আছে ফুটপাতের পাশে। অর্ধ নগ্ন কেউ, কেউ পায়ের জুতা হারিয়েছেন। মধ্যরাতে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায়। শেষ উইকএন্ডে লন্ডনের চেহারা এমনই। আর এসবই নাকি ঘটিয়েছে লন্ডনের কলেজ শিক্ষার্থীর দল। গোটা ইংল্যান্ড জুড়ে চলছে ‘‌ফ্রেশারস উইক’‌। তাই আনন্দে আত্মহারা ছাত্রছাত্রীর দল রাতে ভিড় বাড়াচ্ছে পাব, বার, ডান্স ফ্লোরে। দীর্ঘক্ষণ চলছে ‘‌হুল্লাট মস্তি’‌। কিন্তু ছাত্ররা এ পাড়ায় নতুন, তাই বোঝার ক্ষমতা নেই কতটা বইতে পারবে শরীর। কিছুক্ষণ নেশার আনন্দ, আর তারপরেই দেহের উপর আর নিয়ন্ত্রণ থাকছে না। কেউ লুটিয়ে পড়ছে ফুটপাতে, কেউ রাস্তায় দাঁড়িয়েই মূত্রত্যাগ করছে। সবচেয়ে বাড়াবাড়ি হয়েছে শেষ উইকএন্ডে। আগে থেকেই সমস্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল, বেশি ঝামেলা এড়াতে অদৃশ্য নিরাপত্তারক্ষী থাকবে রাস্তায়। কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গোলমাল পাকাচ্ছে তা রিপোর্ট যাবে। কিন্তু কিসের কী, শনিবার আর রবিবার রাতে গোটা ইংল্যান্ডের প্রায় ৮০ হাজার নতুন ছাত্র দাপিয়ে বেড়ালো রাস্তা। 

Share this content:

Back to top button