
এবিএনএ : পুলিশের ৯ জন অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি পদে পদোন্নতি দিয়ে চলতি দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া দুইজন ডিআইজিকে বদলি করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশ কার্যকর করার নির্দেশনা দেয়া হয়।
বদলিকৃত দুই ডিআইজি হলেন- সিআইডির লুৎফর রহমান মন্ডলকে এপিবিএনে এবং এসবি’র মল্লিখ ফখরুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে নিয়োগ দেয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজিদের মধ্যে সিআইডি’র শাহ আলমকে সিআইডিতে, এসবি’র মো. তওফিক মাহবুব চৌধুরীকে এসবি’তে, ডিএমপি’র কৃষ্ণপদ রায়কে ডিএমপি’র অতিরিক্ত কমিশনার, রংপুর রেঞ্জের বশির আহম্মদকে পুলিশ সদর দফতরের ডিআইজি (টিআর), পুলিশ সদর দফতরের হাবিবুর রহমানকে ওই শাখায় ডিআইজি, ঢাকা রেঞ্জের মো. আনোয়ার হোসেনকে পুলিশ সদর দফতরে, পুলিশ সদর দফতরের এ কে এম হাফিজ আক্তারকে আরএমপি’র কমিশনার, পুলিশ সদর দফতরের ড. খন্দকার মহিদ উদ্দিনকে পুলিশ সদর দফতরে এবং ডিএমপি’র আবদুল বাতেনকে ডিএমপি’র অতিরিক্ত কমিশনার হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
Share this content: