জাতীয়বাংলাদেশলিড নিউজ

পুলিশকে জিপ উপহার দিলো ইসলামী ব্যাংক

এ বি এন এ : ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) ১টি মিৎসুবিসি জিপ উপহার দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। শনিবার সকালে ডিএমপি হেড কোয়াটার্সে কমিশনার আছাদুজ্জামান মিয়ার কাছে এই জিপ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, এর আগেও ইসলামী ব্যাংক ডিএমপিকে ৬টি গাড়ি দিয়েছে। ইসলামী ব্যাংক সব সময়ই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত রয়েছে।

তাদের এ ধরণের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম প্রশংসার দাবিদার এবং এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কমিশনার আরো বলেন, সবাই মিলে একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে হবে।পুলিশি সেবাকে নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য দরকার থানায় থানায় মোবাইল টিম বাড়ানো। এ জন্য পুলিশকে গাড়ি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইসলামী ব্যাংক।

এই সহযোগিতার জন্য ব্যাংকের পরিচালকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

Share this content:

Related Articles

Back to top button