জাতীয়বাংলাদেশলিড নিউজ

পুরান ঢাকার ঠিকানায় কেমিক্যাল আমদানি বন্ধের পক্ষে এনবিআর

এবিএনএ: রাজধানীর পুরান ঢাকার ঠিকানায় কেমিক্যাল আমদানি বন্ধ করার পক্ষে মত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি চকবাজারে ভয়াবহ আগুনের ঘটনার পর পুরান ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন সরাতেই এ ধরনের উদ্যোগের কথা বলছে সংস্থাটি।

মঙ্গলবার সদ্য সমাপ্ত বাণিজ্য মেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, সরকার চাইলে আমরা পুরান ঢাকার ঠিকানায় কেমিক্যাল আমদানি বন্ধ করতে পারি। ব্যাংকগুলো ওই ঠিকানায় এলসি বন্ধ করলে এবং এনবিআর আমদানির অনুমোদন না দিলে তারা সরে যেতে বাধ্য হবে। তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের সচিব থাকার সময় পুরান ঢাকার কেমিক্যাল সরাতে মুন্সিগঞ্জে একটি শিল্পনগরী করার সিন্ধান্ত হয়েছিল। বিসিকের উদ্যোগে সেখানে শিল্পনগরীর প্লট তৈরির প্রক্রিয়া চলছে।

অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, এনবিআর সদস্য শাহনাজ পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কাস্টমস ঢাকা পশ্চিমের কমিশনার ড. মইনুল খান। উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬৭ জন নিহত হয়। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আরও আরও দুজন মারা গেছেন।

Share this content:

Back to top button