এবিএনএঃ সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তোকে (৬৭) হারিয়ে ফের ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জোকো উইদোদো(৫৭)। গত মাসে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যাপক সহিংসতার আশঙ্কার মধ্যেই আজ মঙ্গলবার সকালে দেশটিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। খবর বিবিসির।
বার্তা সংস্থা এফপি’র বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সংঘর্ষের আশঙ্কায় রাজধানী জাকার্তায় ৩২ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশন বলেন, উইদোদো ৫৫ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে সুবিয়ান্তো পেয়েছেন ৪৪ দশমিক ৫ শতাংশ ভোট।
দেশটিতে গত ১৭ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ১৯ কোটি ৩০ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে প্রায় ৮০ ভাগ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফল ঘোষণার আগেই নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে রাজপথে বিক্ষোভের হুঁশিয়ারি দেন সুবিয়ান্তো। তবে নির্বাচনের এই ফলাফল নিয়ে সুবিয়ান্তো আদালতে চ্যালেঞ্জ করবেন কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।