বিনোদন

পুতুল,সাব্বির, পূজা ও লুইপার কণ্ঠে ‘রবীন্দ্র গান’

এ বি এন এ : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে একুশে টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। এই আয়োজনে ৮মে রাত ৮টায় প্রচার হবে এ প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের অংশ গ্রহণে রবীন্দ্র সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান ‘প্রাণের মাঝে আয়’।
ইসরাফিল শাহীনের প্রযোজনায় অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশন করেছেন পুতুল, পূজা, সাব্বির এবং লুইপা।
রবীন্দ্রনাথের বিশাল সঙ্গীত ভান্ডার হতে ৮টি গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

অনুষ্ঠানটি প্রসঙ্গে নির্মাতা ইসরাফিল শাহিন বলেন, ‘পুতুল, পূজা, সাব্বির, লুইপা এই ৪জনই মেধাবী কণ্ঠশিল্পী। তাদের কণ্ঠে একাধিক জনপ্রিয় গান মুগ্ধ হয়ে শোনেন শ্রোতা দর্শক। সেই ভাবনা থেকেই মূলত রবীন্দ্রনাথের গানে তাদের কণ্ঠে নতুনত্ব দেয়ার চেষ্টা। আশা করছি দর্শকেরা এই ব্যতিক্রমী অনুষ্ঠান দারুণভাবে উপভোগ করবেন।’

Share this content:

Related Articles

Back to top button