আমেরিকালিড নিউজ

সর্বকনিষ্ঠ মার্কিন এমপি’র অনবদ্য নাচের ভিডিও ভাইরাল (ভিডিও)

এবিএনএ: মার্কিন কংগ্রেসের সর্বকনিষ্ঠ নারী সদস্য অ্যালেক্সান্ড্রিয়া ওকাসিও-কোর্তেজ। তিনি ৩ জানুয়ারি শপথগ্রহণ করেন। শপথগ্রহণের আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি ৩০ সেকেন্ডের। সেখানে একটি ভবনের ছাদে ওকাসিওকে নাচতে দেখা গেছে।‘অ্যানোনিমাসকিউ১৭৭৬’ নামের একটি টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়েছে, এই হলেন আমেরিকার জনপ্রিয় কমি (কমিউনিস্ট), সবাই ভাবছে তিনি কতই না সহজ-সরল এক নারী। ভিডিওটি তার স্কুলজীবনের বলেও উল্লেখ করা হয় এই পোস্টে।

এদিকে, গত নভেম্বরে এক সাক্ষাৎকারে ওকাসিও-কোর্তেজ জানান, অর্থের অভাবে অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে পারছেন না তিনি। জানুয়ারিতে নিজের দপ্তরের দায়িত্ব বুঝে পেলে বেতন পাবেন তিনি। জানা গেছে, ক্লিপটি আট বছর আগে ইউটিউবে পোস্ট করা চার মিনিট ২০ মিনিটের একটি ভিডিওর অংশ। ১৯৮০ সালের জনপ্রিয় চলচ্চিত্রগুলোর অনুকরণে বোস্টন ইউনিভার্সিটির (বিইউ) একদল শিক্ষার্থী এই নাচের দৃশ্যে পারফর্ম করেন।

Share this content:

Back to top button