জাতীয়বাংলাদেশ

পার্বতীপুরে শিশু ধর্ষণ মামলায় সাইফুল ৭ দিনের রিমান্ডে

এবিএনএ : দিনাজপুরের পার্বতীপুরে ৫ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত সাইফুল ইসলামকে ৭ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কমল রায় এই রিমান্ড মঞ্জুর করেন।
শিশু ধর্ষণকারী সাইফুল ইসলামকে গত ২৪ অক্টোবর দিবাগত রাতে দিনাজপুর শহরের বড়ময়দান এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর ২৫ অক্টোবর দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পার্বতীপুর থানার এসআই স্বপন কুমার রায়। বিচারক রিমান্ড আবেদন শুনানির জন্য ২৭ অক্টোবর তারিখ নির্ধারণ করেন। বৃহস্পতিবার শুনানি শেষে বিচারক সাইফুল ইসলামের ৭ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর দিনাজপুরের পার্বতীপুরে জমিরহাট গ্রামে ৫ বছরের এক শিশুর ওপর পাশবিক নির্যাতন ও ধর্ষণ করে একই এলাকার জহুর উদ্দীনের পুত্র সাইফুল ইসলাম। পরের দিন বুধবার শিশুটিকে হলুদখেত থেকে মুমূর্ষু উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ২৪ অক্টোবর রাতে ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।
এদিকে গত ২০ অক্টোবর রাতে শিশুটির পিতা বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় ২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
পার্বতীপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মাহমুদুল আলম জানান, মুল আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে এবং অপর আসামি আফজাল হোসেনকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

Share this content:

Back to top button