এ বি এন এ : খুব বেশি বয়স হয়নি ব্রিটেনের সাঁতারু অ্যাডাম পিটির। বয়স ২১ হতে না হতেই দেশকে তিনি উপহার দিয়েছেন অলিম্পিক সোনা! তাও যেই–সেই সোনা নয়! ১৯৮৮ সালের সিউল অলিম্পিকের পর থেকেই সাঁতারে ব্রিটিশদের আরাধ্য সোনাটি এল পিটির হাত ধরে। অথচ ছেলেবেলায় এই পিটিই নাকি পানিকে প্রচণ্ড ভয় পেতেন!