জাতীয়বাংলাদেশলিড নিউজ

পানির নিচে চট্টগ্রাম নগর

এবিএনএ : দেশের বাণিজ্য নগরী চট্টগ্রামের অধিকাংশ এলাকা এখন পানির নিচে। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানি। সড়কে পানি জমে থাকায় যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলাবদ্ধতা নগরবাসী সার্বিক জীবনযাত্রাকে ব্যাহত করেছে। পানি বন্দী হওয়ায় অনেকে ঘর থেকেই বের হতে পারছেন না।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ প্রদীপ কান্তি নাথ জানান, সোমবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৩৬ দশমিক ২ মিলিমিটার ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নগরের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ড পৃথক প্রকল্প হাতে নিয়েছে। এতে ব্যয় হচ্ছে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা। কিন্তু এখনও প্রকল্পের কাজে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button