আমেরিকালিড নিউজ

‘পাঠাও’র জনক ফাহিমকে অনুসরণ করতেন ওবামাও

এবিএনএ : বাংলাদেশে রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘পাঠাও’-এর অন্যতম জনক বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহর বেড়ে উঠা ও পড়াশুনা যুক্তরাষ্ট্রে। স্কুল পর্যায় থেকেই বিভিন্ন উদ্ভাবনের জন্য পরিচিতি পান তিনি। সে সুবাধে এ তথ্য প্রযুক্তি উদ্যোক্তা অল্প বয়সেই হয়ে যান মিলিয়নেয়ার। তাকে টুইটারে অনুসরণ করতেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ৩টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে নিজ অ্যাপার্টমেন্টে ফাহিমের টুকরো টুকরো লাশ উদ্ধার করা হয়। বৈদ্যুতিক করাত দিয়ে ফাহিমের দেহ কয়েক টুকরো করা হয়েছে বলে জানায় নিউইয়র্কের পুলিশ।  ফাহিম সালেহ ‘পাঠাও’-এর মতো একই ভাবনায় প্রতিষ্ঠিত নাইজেরিয়ায় রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘গোকাডা’র প্রতিষ্ঠাতা ও সিইও ছিলেন।

বাংলাদেশের সন্দ্বীপের হরিশপুরের সন্তান নিউইয়র্ক সিটি-সংলগ্ন পোকিস্পিতে বসবাসরত আইবিএমের সফটওয়্যার ইঞ্জিনিয়ার সালেহ আহমেদের একমাত্র ছেলে ফাহিম সালেহ।

Share this content:

Related Articles

Back to top button