এ বি এন এ : পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের ফেরি সার্ভিসের অচলাবস্থা কাটেনি। যানজট পরিস্থিতিরও কোন উন্নতি হয়নি। ঈদে ঘরমুখো যাত্রীদের চাপও বেড়েছে। যাত্রীদের ঘন্টার পর ঘন্টা ধরে আটকে থাকতে হচ্ছে ঘাট এলাকায়। দৌলতদিয়ায় চারটি ঘাটের মধ্যে দুইটি ঘাট পদ্মার স্রোতে ভেঙ্গে অচল রয়েছে। অপর সচল থাকা দুইটি ঘাট দিয়ে আংশিকভাবে ফেরি পারাপার করছে। পর্যাপ্ত ফেরি থাকলেও ঘাট সমস্যার কারণে ফেরিগুলো সময়মত চলাচল করতে পারছে না। এছাড়া বৃহস্পতিবার সকালে পাটুরিয়া ঘাটের ৩নং ফেরি ঘাটের একটি পকেটের কবজি ভেঙ্গে যাওয়ায় দীর্ঘ সময় ঘাটটি বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসি কর্তপক্ষ জানান, কারণে দৌলতদিয়ার দুইটি ঘাট আংশিক চালু ও অপর দুইটি ঘাট বন্ধ থাকায় ফেরি চলাচলে মারাত্মক অচলাবস্থা তৈরি হয়েছে। পর্যাপ্ত ফেরি থাকলেও ঘাট মেরামত না হওয়া পর্যন্ত অবস্থার উন্নতি সম্ভব নয়। তবে আটকে পড়া যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।