বাংলাদেশরাজনীতিলিড নিউজ

পাক-ভারত পরিস্থতি নিয়ে সেতুমন্ত্রী: আমরা যুদ্ধ চাই না

এবিএনএ: পাক-ভারতের উদ্ভুত পরিস্থতি সম্পর্কে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা যুদ্ধ চাই না। শান্তি চাই। তবে কোনো প্রকার সন্ত্রাসকে বাংলাদেশ সমর্থন করে না। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর ও মেঘনা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, একাধিক বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি না করার আহবান জানান তিনি।

ওবায়দুল কাদের জানান, প্রায় ৯শ’ কোটি টাকা ব্যায়ে নির্মিত কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। মার্চ মাসের ১০ তারিখে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাঁচপুরের দ্বিতীয় সেতুর উদ্বোধন করবেন। মেঘনা দ্বিতীয় সেতুর উদ্বোধন হবে মে মাসে। ঈদের আগেই গোমতি দ্বিতীয় সেতুর উদ্বোধন হবে। তিনটি সেতুর নির্মাণ ব্যায় সাড়ে ৮ হাজার কোটি টাকা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে মন্ত্রী বলেন, সব দল অংশগ্রহণ করলে নির্বাচন আরও উৎসবমুখর হতো। তবে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। বিএনপির চেয়ারপার্সনের চিকিৎসা বিষয়ে তিনি বলেন, তাকে আদালত শাস্তি দিয়েছেন। বিএনপি সবসময়ই তার চিকিৎসা নিয়ে রাজনীতি করে আসছে। এই রাজনীতি থেকে তাদের সরে আসতে আহ্বান জানান মন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, পাক-ভারতের যুদ্ধ চাই না। দুই দেশের মধ্যে শান্তি চান। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this content:

Back to top button