এবিএনএ : জম্মু-কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিলের একদিন পরই আজ মঙ্গলবার লোকসভায় পাকিস্তান ও চীন নিয়ন্ত্রিত কাশ্মীরকেও ভারতের বলে দাবি করলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় পত্রিকা দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জনের প্রশ্নের জবাবে অমিত শাহ বলেন, ‘আমি আবারও স্পষ্ট করে বলতে চাই জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটি নিয়ে কোনো সন্দেহ বা আইনি বিরোধ নেই।’ এ সময় অমিত শাহ আরও বলেন, ‘যখন আমি জম্মু ও কাশ্মীর বলি তখন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরও এর ভেতরে পড়ে। ভারত এবং জম্মু ও কাশ্মীর উভয়ের সংবিধানই এটিকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে প্রতিষ্ঠা করেছে। এই সংবিধানই পাকিস্তান ও চীন নিয়ন্ত্রিত কাশ্মীরসহ পুরো রাজ্যের জন্য আইন প্রণয়নের ক্ষমতা আমাদের দিয়েছে।’
ভারতের বিরোধী দলগুলোর তুমুল আপত্তির মধ্যেই বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সোমবার লোকসভার অধিবেশনে রাষ্ট্রপতির আদেশে সংবিধানের ৩৭০ নং ধারা রদ করার কথা জানান। সংবিধানের এ অনুচ্ছেদ বলেই ভারত শাসিত জম্মু ও কাশ্মীর এতদিন স্বায়ত্ত্বশাসনের বিশেষ মর্যাদা পেয়ে আসছিল। তবে মোদি সরকার তা বাতিল করে জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতির শাসন জারির পাশাপাশি ‘জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল’ নামে নতুন একটি প্রস্তাব পার্লামেন্টে উপস্থাপন করেছে। ফলে জম্মু-কাশ্মীর যে শুধু বিশেষ মর্যাদা হারাল তাই নয়, রাজ্যের স্বীকৃতিও এখন হারানোর পথে।