আন্তর্জাতিকলিড নিউজ
পাকিস্তানে ভয়াবহ হামলা : পাঁচ পুলিশসহ নিহত ৮; আহত ২৫

এবিএনএঃ পাকিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আজ বুধবার দেশটির লাহোর শহরে বোমা বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হয়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত আটজন নিহত হওয়ার তথ্য মিলেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২৫ জন।
পাকিস্তানি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। আজ বুধবার সকালে লাহোরের দাতা দরবার মাজারের বাইরে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে। লাহোর পুলিশ বলছে, এখন পর্যন্ত ৫ পুলিশ সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এটা আত্মঘাতী হামলা কি-না তা খতিয়ে দেখছে পুলিশ।
Share this content: