এবিএনএ : ভারতীয় হাইকমিশনের দুই অফিসার ইসলামাবাদের দূতাবাস থেকে কাজে বেরিয়ে নিখোঁজ হয়ে যাওয়ায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই দুই ভারতীয় অফিসার দূতাবাসের কাজে হাইকমিশনের বাইরে বেরিয়েছিলেন। সম্প্রতি ভারত নয়াদিল্লিতে দুই পাক অফিসারকে বহিস্কৃত করার পর পাকিস্তান বদলা নেবে বলে অনুমান করছিল ভারতীয় বিদেশ মন্ত্রক। দুই অফিসারের লাপাত্তা হওয়ার ঘটনা তারই জের কিনা তাই নিয়ে সন্দেহ দানা বেঁধেছে।
ভারতীয় দূতাবাস বিষয়টি পাকিস্তানকে সরকারিভাবে জানিয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স গৌরব আলুবালিয়ার গাড়ি দুজন মোটরবাইক আরোহী অনুসরণ করে। পরে জানা যায় তারা পাকিস্তান গোয়েন্দা সংস্থা আই এস আই এর গোয়েন্দা ছিল। এ ব্যাপারে ভারত প্রতিবাদ জানায়। গত মার্চ থেকে ভারতীয় দূতাবাস কর্মীদের তেরোটি হেনস্থার ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে।