আন্তর্জাতিকলিড নিউজ

মেক্সিকো সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ওপর টিয়ার গ্যাস

এবিএনএ: মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ চেষ্টাকালে অভিবাসন প্রত্যাশীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে মার্কিন সীমান্তরক্ষীরা। রোববার মেক্সিকোর তিজুয়ানা সীমান্তে এ ঘটনা ঘটেছে।
তিজুয়ানা থেকে দুই  সাংবাদিক মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন,রোববার অভিবাসন প্রত্যাশীদের ৫০০ জনের একটি দলকে যুক্তরাষ্ট্র সীমান্ত অভিমুখে যাওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে নারী ও শিশু ছিল। এসময় অভিবাসন প্রত্যাশীদের সীমান্তের দিকে যেতে বাধা দেয় মেক্সিকোর পুলিশ।  কিছু অভিবাসন প্রত্যাশী পুলিশের কাছাকাছি চলে যায় এবং সান ইসিদ্রো’র কাছ দিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। এসময় যুক্তরাষ্ট্রের পাশ থেকে টিয়ার শেল নিক্ষেপ করা হয়। টিয়ার শেল ছোড়ার মাত্রা এতোটাই বেশি ছিল যে মনে হচ্ছিল সীমান্তের কাছে গ্যাসের মেঘ সৃষ্টি হয়েছে এবং ওই সময় লোকদের দৌড়ে পালাতে দেখা গেছে রয়টার্সের ভিডিও ফুটেজে।
মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসন প্রত্যাশীদের সীমান্ত পার হওয়ার এই প্রচেষ্টাকে ‘প্ররোচণামূলক কর্মকাণ্ড’ বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিবাসন প্রত্যাশীদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button