আন্তর্জাতিক

পাকিস্তানি স্কুলে ভারতীয় কর্মীদের সন্তানরা পড়তে পারবেন না

এ বি এন এ : পাকিস্তানে কর্মরত ভারতীয় দূতাবাস কর্মীদের সন্তানরা সে দেশের স্কুলগুলোতে পড়াশোনা করতে পারবে না।

সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা বলা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, এই শিক্ষাবর্ষ থেকে ইসলামাবাদে কর্মরত ভারতীয় দূতাবাস কর্মীদের সন্তানদের পাকিস্তানের বাইরে পড়াশোনার ব্যবস্থা করতে বলা হয়েছে। পরবর্তী নোটিস জারি না হওয়া পর্যন্ত এ আদেশ মেনে চলতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত গত বছরের জুন মাসে নেওয়া হয়েছিল। এত দিন পরে সেই সিদ্ধান্ত কার্যকর করা হলো। ফলে পাকিস্তানে কর্মরত ভারতীয় দূতাবাসের কোনও কর্মীর সন্তান আর সে দেশের কোনও স্কুলে পড়তে পারবে না। এ কারণে সন্তানদের নিয়ে ভারতীয় দূতাবাস কর্মীদের পাকিস্তানে থাকা প্রায় অসম্ভব হয়ে গেল।

জানা গেছে, বর্তমানে ভারতীয় দূতাবাস কর্মীদের  প্রায় ৫০ জন সন্তান ইসলামাবাদের বিভিন্ন মার্কিনি স্কুলে পড়াশোনা করে।

এদিকে ভারতের আদেশের ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেন, সরকারি ভাবে আমাদের এ বিষয়ে তেমন কিছু জানানো হয়নি। মাস দুয়েক আগে অভ্যন্তরীন এবং প্রশাসনিক পর্যায়ে আমরা কিছুটা জানতে পেরেছি। আমাদের সঙ্গে এ নিয়ে কোনও আলোচনাও করা হয়নি।

Share this content:

Related Articles

Back to top button