খেলাধুলালিড নিউজ

শঙ্কায় শুরু, স্বস্তিতে দিন শেষ অস্ট্রেলিয়ার

এবিএনএ : জয়ের জন্য ২৬৫ রানের লক্ষ্য নিয়ে ২৮ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে তৃতীয় উইকেটে ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক স্টিভেন স্মিথ সেই চাপ কাটিয়ে দিনশেষ করেন। তৃতীয় উইকেটে ৮১ রানের অবিচ্ছিন্ন জুটিতে মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শেষ করেন তারা।
জয়ের লক্ষ্যে মাঠে নামা অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনে প্রথম আঘাত হেনেছেন মেহেদি হাসান মিরাজ। দলীয় ২৭ রানে রেনশোকে (৫) এলবিব্লিউর ফাঁদে ফেলেন তিনি। দলীয় স্কোরে ১ রান যোগ হতেই সাকিবের বলে তাইজুলের হাতে ধরা পড়েন উসমান খাজা (১)। তৃতীয় দিনশেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দুই উইকেটে ১০৯ রান। জিততে হলে তাদের করতে হবে ১৫৬ রান। হাতে রয়েছে আরও ৮ উইকেট। ওপেনার ডেভিড ওয়ার্নার ৭৫ ও অধিনায়ক স্টিভেন স্মিথ ২৫ রানে অপরাজিত আছেন|
এর আগে এক উইকেটে ৪৫ রান নিয়ে মঙ্গলবার তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ২২১ রান সংগ্রহ করে। প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৩ রানের লিড থাকায় জয়ের জন্য অসিদের লক্ষ্য দাঁড়ায় ২৬৫ রানের। সেই লক্ষ্যে ম্যাচের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে অস্ট্রেলিয়া।
খেলার শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬০ রান করে। জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ২১৭ রানে।

Share this content:

Back to top button