আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ
পাইলট সাব্বির ও সহযোগীরা রিমান্ডে

এবিএনএ : বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতারকৃত পাইলট সাব্বিরসহ (বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার) ৪ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে র্যাব।
জানা গেছে, মিরপুর দারুসসালাম থেকে গ্রেফতারকৃত বিমানের পাইলট সাব্বির এনামের ৭ দিন, সুলতানা পারভিনের ৫ দিন ও বাকি ২ জনের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাদের বিরুদ্ধে ১০ দিনের আবেদনের প্রেক্ষিতে আদালত এই রিমান্ড মঞ্জুর করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ফার্স্ট অফিসার সাব্বিরকে সাময়িক বরখাস্ত করেছে।
সোমবার রাতে রাজধানীর মিরপুরের দারুসসালামের বর্ধনবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
Share this content: