
এবিএনএ : রাজবাড়ীর পাংশায় প্রস্তাবিত গঙ্গা ব্যাজের প্রকল্প বাদ দেওয়া হয়েছে জানিয়ে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এর বিকল্প বিষয়গুলো খুঁজতে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করা হবে। সচিবালয়ে আজ বুধবার চীনের পানিসম্পদ মন্ত্রী চেন লির নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর আনিসুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, গঙ্গা ব্যারেজ নিয়ে কারো কোনো দ্বিমত নেই। এটার নকশা নিয়ে প্রশ্ন। গঙ্গা ব্যারেজ প্রকল্প হবে। ১৯৯৬ সালে ভারতের সঙ্গে পানি চুক্তি অনুযায়ী যে পানি পাচ্ছি, তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। সেটা কিভাবে করা হবে, তাই জানাবে উচ্চপর্যায়ে কমিটি।
ভারত সফর শেষে দেশে ফিরে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের পানিসম্পদ মন্ত্রণালয় গঙ্গা ব্যারেজ নামে যে ব্যারেজের সমীক্ষা ও যে ডিজাইনইনটা তৈরি করেছে সেটা সম্পূর্ণ ভুল। এটা আমি নাকচ করে দিয়েছি। কারণ এটা আমাদর জন্য আরও আত্মঘাতী হবে, ওই তিস্তা ব্যারেজের মতো আত্মঘাতী হবে।
Share this content: