বাংলাদেশরাজনীতিলিড নিউজ

ফখরুলসহ ৭৪ নেতাকর্মীর বিচার শুরু

এ বি এন এ : রাজধানীর পল্টন থানার নাশকতার একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

অভিযোগ গঠনের ফলে আনুষ্ঠানিকভাবে তাদের বিচার শুরু হলো।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ অভিযোগ গঠন করেন। এদিন সাক্ষ্যের জন্য পরবর্তী তারিখ ৪ ডিসেম্বর ধার্য করেন আদালত।

অভিযোগ গঠনের সময় মির্জা ফখরুল নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচারের দাবি জানান। শুনানিতে মির্জা ফখরুলের আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার বলেন, রাজনৈতিকভাবে হয়রানির জন্য মামলার চার্জশিটে মির্জা ফখরুলের নাম দেয়া হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ।

অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী সালমা হাই টুলি আসামিপক্ষের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আবেদন জানান।

আদালত উভয়পক্ষের শুনানি শেষে আসামিপক্ষের আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর ফকিরাপুল মোড়ে আসামিরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় পল্টন থানার এসআই আবু তাহের ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন। ২০১৪ সালের ২৮ জুলাই পল্টন থানার এসআই আবু জাফর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির কর্মী সাজাদুর রহমানসহ ৭৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Share this content:

Related Articles

Back to top button