জাতীয়বাংলাদেশলিড নিউজশিক্ষা

পরীক্ষার প্রশ্ন ফাঁস ভয়ঙ্কর দুর্নীতি

এবিএনএ : পরীক্ষার প্রশ্ন ফাঁসও এক প্রকারের ভয়ঙ্কর দুর্নীতি বলে মন্তব্য করেছেন লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

শনিবার (০১ এপ্রিল) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭ এর সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এবারে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের স্লোগান ছিলো ‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো, বাঁচবে দেশ’। অনুষ্ঠানটির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জাফর ইকবাল বলেন, শিক্ষার্থীদের যেন দুর্নীতি স্পর্শ না করে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থীরা সৎ পথে থাকলে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবে। কিন্তু অসৎ পথে থাকলে কেঁচো, ইঁদুরের মতো মাথা গুজে থাকতে হবে। ভালো মানুষ ও খারাপ মানুষের পার্থক্য কৃত্রিম। সব মানুষই ভালো, কেবল পারিপার্শ্বিক পরিবেশের কারণেই মানুষ খারাপ হয়। পৃথিবীর অনেক দেশেই জেলখানা তুলে দেওয়া হচ্ছে। কারণ অপরাধী পাওয়া যাচ্ছে না। আমাদের দেশেও একদিন জেলখানা থাকবেনা। কেউ অপরাধ করবেনা।

তিনি আরও বলেন, বর্তমান দুর্নীতি দমন কমিশন অপরাধীদের ধরে যেমন জেলখানায় ঢুকাচ্ছে, পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম যাতে অপরাধে জড়িয়ে না পড়ে সে বিষয়েও কাজ করছে। এজন্য কমিশন বিভিন্ন সুবচন সম্বলিত খাতা, জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণসহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করেছে। আসলে কমিশন ভবিষ্যৎ প্রজন্মকে খাঁটি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দুর্নীতি দমন ও ভবিষ্যৎ প্রজন্মকে সৎ পথে পরিচালিত করার যে চেষ্টা দুদক করছে তা সত্যি প্রশংসনীয়।

এছাড়া জ্ঞানী-গুণীদের লেখা বই পড়লে কেউ অন্যায় কাজ করতে পারেনা। যে জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই দেশে ভবিষ্যতে অবশ্যই কোনো দুর্নীতি থাকবেনা।
সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, আমার সবাই যদি দুর্নীতির বিরুদ্ধে জাগি, তাহলে জাতি অবশ্যই দুর্নীতিমুক্ত হবে। আমাদের সম্পদ হলো আগামী প্রজন্ম, তাই আমরা নৈতিকমূল্যবোধ জাগিয়ে তোলার জন্য বিভিন্ন কর্মসূচিতে তাদের সম্পৃক্ত করছি। এরাই হবে আমাদের ভবিষ্যৎ জনসম্পদ। কিন্তু প্রশ্নফাঁসের পরীক্ষা তাদের জনআপদে পরিণত করছে।

তিনি আরও বলেন, পড়ালেখার মাধ্যমে জ্ঞানার্জন করতে হবে। পেশিশক্তি কোনো শক্তি নয়, জ্ঞানই শক্তি, এর কোনো বিকল্প নেই। সমাজে শক্তিমানরাই টিকে থাকে, দুর্বলরা বাঁচতে পারে না। তাই শক্তি অর্জন করতে হবে। এই শক্তি অর্জন করতে হলে সুশিক্ষার কোনো বিকল্প নেই।  পেশিশক্তি কোনো শক্তির উৎস নয় বলেও অভিমত প্রকাশ করেন দুদক চেয়ারম্যান।

অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতা, পোস্টার অঙ্কন, কার্টুন ও বিতর্ক প্রতিযোগিতায় ছয়টি ক্যাটাগরিতে মোট ২৩ জনকে পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও সভাপতি দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দুদক কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ, এ এফএম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন, দুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার প্রমুখ।

Share this content:

Related Articles

Back to top button