দশ আবেদনময়ী নারী রেসলার

এবিএনএ : পেশা তাদের রেসলিং। মঞ্চে প্রতিপক্ষকে ঘায়েল করাই তাদের প্রধান কাজ। তবে প্রতিপক্ষের পাশাপাশি আবেদনময়ী রূপ দিয়েও পুরুষের মনে ঝড় তোলেন তারা।
সুন্দরী এই রেসলারদের অনেকেই রেসলিংয়ের ময়দানে নামার আগে বিভিন্ন পেশায় কাজ করেছেন। পরবর্তীতে যোগ দিয়েছেন শক্তি প্রদর্শনের এই খেলাতে।
রেসলিংয়ের মঞ্চ কাঁপিয়েছেন এমন কিছু নারী রেসলারের মধ্যে দশ আবেদনময়ী রেসলারকে নিয়ে সাজানো হয়েছে এই ফটো ফিচার।
রেসলিংয়ে ময়দানে নামার আগে ২০০৪ সালে রিয়েলিটি টিভি শো আউটব্যাক জ্যাক-এর প্রতিযোগী ছিলেন মারিয়া কানেলিস
সবচেয়ে বেশি উইমেনস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতার রেকর্ড রয়েছে তৃষ স্ট্র্যাতুসের
ভেনাস সুইমওয়্যার এবং হাওয়াই অঞ্চলে মডেলিংয়ের পর ২০০৬ সালে কেলি কেলি নামে রেসলিং ময়দানে নামেন বারবারা জেন
১৯৯৯ সালে রেসলিংয়ে নামেন এবং ২০০৬ সালে অবসর নেন স্ট্যাসি কেবলার। সকলের মন জয় করে ‘গুড গার্ল’ তকমা পেয়েছিলেন তিনি
২০০৩ সালের মিস হাওয়াইয়েন মেরিসে ওইলেট প্রথমে মডেল ছিলেন। পরবর্তীতে রেসলিং রিংয়ে পা রাখেন
মডেল, অভিনেত্রী, নিটনেস কমপেটিটর তরি উইলসন। চেয়ারডিলডার, নাচ এবং ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও দেখা গেছে তাকে। দুবার প্লেবয় ম্যাগাজিনসহ কয়েকটি ম্যাগাজিনে পোজ দিয়েছেন তিনি
২০০৪-২০০৯ সাল পর্যন্ত রেসলিংয়ের ময়দান কাঁপানো ক্যান্ডিস মিশেল প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নগ্নও হয়েছেন
মডেল এবং ড্যান্সার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ২০০৭-২০১৩ সাল পর্যন্ত রেসলিং রিংয়ে লড়াই করেছেন ইভ তোরেস
রেসলিং ময়দানে এ জে লী নামে পরিচিত হলেও তার আসল নাম এপ্রিল জেনেট মেন্ডেজ। তিনবার ডাব্লিউডাব্লিউই ডিভাস চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি।
১০. মিশেল ম্যাককুল রেসলিং ময়দানে আবেদনময়ী নারী রেসলারদের মধ্যে অন্যতম। তার দুটি ডাব্লিউডাব্লিউই ডিভাস চ্যাম্পিয়নশিপ এবং দুটি ডাব্লিউডাব্লিউই উইমেনস চ্যাম্পিয়নশিপ টাইটেল রয়েছে
Share this content: