আন্তর্জাতিকলিড নিউজ

পরিচ্ছন্নকর্মীদের পা ধুয়ে দিলেন মোদি (ভিডিও)

এবিএনএ: ভারতের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে একের পর এক বিচিত্র কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  গতকাল রোববার ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজ শহরে যান তিনি।  সেখানে কুম্ভমেলায় স্নানের পর পরিচ্ছন্নকর্মীদের পা ধুয়ে দেন তিনি।দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে, গতকাল রোববার ভারতের ১২ কোটি কৃষকের জন্য কিষান সম্মান নিধি প্রকল্পের সূচনা করে কুম্ভে স্নান করেন মোদি। ভারতের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী কুম্ভ স্নান করলেন। এরপর ঘাটে মানুষের জন্য প্রার্থনা করেন। পূজাও দেন। পাশাপাশি এদিন ত্রিবেনী সঙ্গমে আরতিও করেন প্রধানমন্ত্রী। পরিচ্ছন্নকর্মীদের পা ধুইয়েও দেন তিনি।

মোদি বলেন, ’২০ হাজারের বেশি ডাস্টবিন, এক লাখ টয়লেট…ভাবা যায়, কতটা কঠোর পরিশ্রম করেছেন সাফাইকর্মীরা।’  পরিচ্ছন্নকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘এই সাফাই কর্মচারীরা আমার ভাই এবং বোন। যারা তাড়াতাড়ি ওঠেন, দেরীতে ঘুমাতে যান, সবাই এলাকাকে পরিষ্কার করছেন। তারা কোনো প্রশংসা চান না, কিন্তু নীরবে কাজ করে চলেছেন।’

কুম্ভমেলায় প্রতিবার স্নান করতে বহু পুণ্যার্থীর সমাগম হয় গঙ্গা, যমুনা, সরস্বতী, নদীর সংযোগস্থলে।  জনসমাগমের নিরিখে জায়গাটি পরিষ্কার রাখাটাই বড় চ্যালেঞ্জ। মোদির আগমন উপলক্ষে এদিন কুম্ভে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়।  খোদ প্রধানমন্ত্রীর কুম্ভে স্নান করায় বহু মানুষ উচ্ছ্বসিত। এ সময় পাকিস্তান বিরোধী স্লোগানও দেয় উপস্থিত জনতা।

Share this content:

Related Articles

Back to top button