
এবিএনএ : উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ দ্রুততার সাথে শেষ করতে হবে। বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের কাজ দ্রুততার সাথে শেষ করতে হবে। কিম জং উন এমনটা উপলব্ধি করতে পেরেছেন। খবরে বলা হয়, এ প্রক্রিয়া পুরোপুরি শেষ না করা পর্যন্ত আরোপিত নিষেধাজ্ঞা থেকে পিয়ংইয়ং কোন পরিত্রাণ পাবে না বলে সতর্ক করে দিয়েছেন পম্পেও। তিনি বলেন, উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ব্যাপারে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ। সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া বৈঠকের বিষয়ে এক যৌথ বিবৃতির পর তিনি একথা বললেন। এদিকে এ গুরুত্বপূর্ণ ইস্যুর ব্যাপারে বিবৃতিতে বিস্তারিত কিছু উল্লেখ না থাকায় এর সমালোচনা করা হয়। মঙ্গলবারের এ ঐতিহাসিক বৈঠকের বিষয় দক্ষিণ কোরিয়া ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে জানাতে ওয়াশিংটনের বর্তমানে সিউলে রয়েছেন পম্পেও। সিউলে বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য বেইজিং যাওয়ার কথা রয়েছে তার।
Share this content: