
এবিএনএ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামগ্রিকভাবে পদ্মা সেতুর ৫০ শতাংশ অগ্রগতি হয়েছে। সেতুর দ্বিতীয় স্প্যান বসাতে আমাদের আরো সময় লাগবে, তবে সেটা মধ্য জানুয়ারি পর্যন্ত গড়াতে পারে।
বুধবার মুন্সীগঞ্জের সিরাজদিখানে মস্তফাগঞ্জ সেতু উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এদিন মোট পাঁচটি সেতুর উদ্বোধন করেন সেতুমন্ত্রী।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন নিয়ে মন্ত্রী বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আমরা রংপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লায় যেভাবে মনোনয়ন দিয়েছি সেভাবেই স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার সভাপতিত্বে প্রার্থী মনোনয়ন দিবে।
Share this content: