বাংলাদেশরাজনীতিলিড নিউজ

পদ্মা সেতুর নামকরণ হবে ‘শেখ হাসিনা পদ্মা সেতু’: কাদের

এবিএনএ: পদ্মা সেতুর নামকরণ করা হবে ‘শেখ হাসিনা পদ্মা সেতু’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী এই নামকরণের কথা চিন্তা করা হয়েছে। শনিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ের মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পের ৫৯ভাগ এবং মূল সেতুর ৭০ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে। আগামী ১৩ অক্টোবর ৬০ভাগ কাজের উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী সেতুতে রেলওয়ে সংযোগ কাজের উদ্বোধন ঘোষণা করবেন বলে জানান সেতুমন্ত্রী। পরিদর্শনের সময় ছিলেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের, শ্রীনগর সার্কেল এসপি কাজী লিমা, লৌহজং থানা ওসি মোঃ লিয়াকত আলি ও ট্রফিক ইনচার্য মাওয়া (টি আই) সিদ্দিকুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button