‘পদ্মাবতী’-তে থাকছেন ঐশ্বরিয়া

এবিএনএ : সঞ্জয়লীলা বনশালীর ইতিহাস নির্ভর পরবর্তী ছবি ‘পদ্মাবতী’ ছবি মুক্তি কিংবা শ্যুটিং শুরুর আগে থেকেই লোকের মুখে মুখে। এই ছবি ঘিরে দর্শকদের মনে অনেক প্রশ্ন।
তাছাড়া দর্শকদের একের পর এক চমক দিচ্ছেন ছবির পরিচালক সঞ্জয়লীলা বনশালীও। এতদিন শোনা যাচ্ছিল, ছবির মূখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছে দীপিকা পাডুকোন, রণবীর সিং এবং শাহিদ কাপুর। এবার শোনা যাচ্ছে ছবিতে নাকি থাকতে চলেছেন বচ্চন পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনও!
আগের ছবি বাজিরাও মাস্তানিতেও ঐশ্বরিয়া রাই বচ্চনকে চেয়েছিলেন পরিচালক সঞ্জয়লীলা বনশালী। কিন্তু ঐশ্বরিয়ার পরিবর্তে সেই ছবিতে অভিনয় করেন দীপিকা পাডুকোন। এখন সূত্র থেকে খবর পাওয়া গেছে যে, ‘পদ্মাবতী’ ছবিতে একটি বিশেষ গানে থাকতে চলেছেন ঐশ্বরিয়া। শুধু গানই নয়। ছবিতে ঐশ্বরিয়ার কিছু ডায়ালগও রয়েছে। যা এর আগে কখনো হয়নি।
Share this content: