এবিএনএ : ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছেন সুপারমডেল, অভিনেত্রী ও ‘টপ শেপ’ পদ্মলক্ষ্মী। সাইবার দুনিয়ায় তিনি একের পর এক খোলামেলা ছবি পোস্ট দিয়ে ভক্তদের উন্মাদনা বাড়িয়ে তুলছেন। সম্প্রতি তাকে দেখা গেছে পিছন থেকে তোলা একটি নগ্ন ছবি ইস্টাগ্রামে শেয়ার দিয়েছেন তিনি। এ ছবি দেখে ভক্তদের তো মুখ হা হয়ে গেছে। এতে তাকে দেখা যায়, লম্বা বেনি ছেড়ে দিয়ে তিনি পোজ দিচ্ছেন একটি নদীর পাড়ে। তা নিয়ে দুনিয়া মাত। মানুষ, বিশেষ করে যুবক শ্রেণির মাথা নষ্ট হওয়ার অবস্থা। তিনি ভারতের বহুল বিতর্কিত লেখক সালমান রুশদির সাবেক স্ত্রী।