আমেরিকালিড নিউজ

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ডলারে স্বাক্ষর থাকছে দুই নারীর

এবিএনএ: প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ডলারে দুইজন নারীর স্বাক্ষর থাকবে। গত বৃহস্পতিবার ডলারের নতুন নোট অবমুক্ত করেছেন দেশটির কর্মকর্তারা। আগামী বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের বাজারে আসতে যাওয়া নতুন মুদ্রায় থাকবে দুইজন নারীর স্বাক্ষর। তারা হলেন যুক্তরাষ্ট্রর ট্রেজারি সেক্রেটারি বা অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এবং ট্রেজারার লিন মালের্বা।

চলতি মাসেই ফেডারেল রিজার্ভে এসব মুদ্রা সরবরাহ করা হবে এবং ২০২৩ সালের শুরু থেকেই সেগুলো বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে ট্রেজারি বিভাগ বা অর্থ মন্ত্রণালয়। এক বক্তৃতায় ইয়েলেন বলেন, ‘‘এই প্রথমবারের মতো মার্কিন ব্যাংক নোটে একজন নারী ট্রেজারি সেক্রেটারির স্বাক্ষর থাকবে এবং প্রথমবারের মতো আমাদের মুদ্রায় দুইজন নারীর স্বাক্ষর থাকছে।”

তিনি জোর দিয়ে বলেন, ‘‘আজকে এটা মুদ্রায় আমার স্বাক্ষর বা নতুন কোন স্বাক্ষর আসার ব্যাপার না। এটা একটা শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার পথে আমাদের সম্মিলিত প্রয়াস।”

তিনি জানান, বর্তমানে দেশটির ট্রেজারিতে নিযুক্ত কর্মীবাহিনীর ৬২ শতাংশই নারী। কিন্তু আরো অনেক কিছু করার বাকি বলে মত তার। তিনি বলেন, ‘‘সাম্য ও অন্তর্ভুক্তির জন্য আমরা যে পথ অতিক্রম করেছি আজকের দিনটি তা স্মরণ করার। আমি আশা করব আমরা সবাই এই উদ্দীপনা নিয়ে সামনে এগিয়ে যাব।”

এদিকে মালের্বার স্বাক্ষরের মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মুদ্রায় একজন আদিবাসী নারীর স্বাক্ষরও যুক্ত হচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এটা একটা ঐতিহাসিক মুহূর্ত।” প্রথম দিকে তাদের স্বাক্ষর সম্বলিত এক ডলার ও পাঁচ ডলারের মুদ্রা বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

Share this content:

Related Articles

Back to top button