পর্নোগ্রাফিকে গণস্বাস্থ্য ঝুঁকি হিসেবে ঘোষণা করলো উটাহ

এবিএনএ : মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্য পর্নোগ্রাফিকে গণস্বাস্থ্য ঝুঁকি হিসেবে ঘোষণা করেছে। রাজ্যের গভর্নর বলেছেন, এই উদ্যোগ আমাদের পরিবার ও তরুণদের রক্ষার জন্য।
এই বিলে অবশ্য সংখ্যাগরিষ্ঠ মর্মন খ্রিস্টানদের এই রাজ্যে পর্নোগ্রাফিকে নিষিদ্ধ করা হয়নি। তবে পর্নোগ্রফি দেখা ও আসক্তি বন্ধে আহ্বান জানিয়েছে বিলটি। বিলে বলা হয়, পর্নোগ্রফি যৌনতার একটি বিষময় পরিবেশ তৈরি করছে এবং বয়ঃসন্ধিতে থাকা কিশোরদের মধ্যে অবাধ যৌনতা ছড়িয়ে পড়ছে।
মহামারী আকারে এই স্বাস্থ্য ঝুঁকি ছড়িয়ে পড়ার আগে গোষ্ঠী ও সামাজিক ক্ষেত্রে শিক্ষা, গবেষণা ও নীতি পরিবর্তনের পদক্ষেপ নিতে হবে। হবে কিভাবে সে পদক্ষেপ নেয়া হবে এই বিষয়ে কিছুই বলা হয়নি।
রাজ্যের রিপাবলিকান গভর্নর গ্যারি হার্বাট বিলটি স্বাক্ষরের সময়ে বলেন, সমাজে উপস্থিত পর্নোগ্রাফির সংখ্যা অনেক বেশি। ২০০৯ সালে হার্ভার্ড বিজনেস স্কুলের একটি গবেষণায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের অনলাইন পর্নোগ্রাফি সাবস্ক্রাইবার জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি উটাহ অঙ্গরাজ্যে।
Share this content: