এবিএনএ: প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় বৃহস্পতিবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। এই ঘোষণার মাধ্যমে ব্রিটেনের ইতিহাসে ১৯৮৭ সালের পর সবচেয়ে বেশি আসনে জয়লাভ করা কনজারভেটিভ দলের প্রধান বরিস জনসন যুগের অবসান হলো। দলের নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
চলতি গ্রীষ্ম মৌসুমে কনজারভেটিভ পার্টির একজন নতুন নেতা নির্বাচন করা হবে। অক্টোবরে দলীয় সম্মেলনে নতুন কেউ দেশটির প্রধানমন্ত্রী থাকবেন। ওই সময় পর্যন্ত বরিস জনসন প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন।
জনসনের নেতৃত্বের প্রশ্নে তার মন্ত্রিসভা থেকে একের পর এক পদত্যাগের পরও তিনি দায়িত্ব ‘চালিয়ে যাওয়ার’ ঘোষণা দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতেই হলো। প্রসঙ্গত, ক্ষমতাসীন টোরি দলের নেতৃত্বের লড়াইয়ে জয়ী হওয়ার পর ২০১৯ সালের জুলাইয়ে বরিস জনসন প্রধানমন্ত্রী হন। এর পাঁচ মাস পরে একটি ঐতিহাসিক সাধারণ নির্বাচনে বিপুল জনসমর্থনে জয়লাভ করেন।
সাম্প্রতিক সময়ে বরিস জনসনের সরকার বেশ কিছু বিষয়ে বিতর্কের মুখে পড়ে। এর মধ্যে ছিল ডাউনিং স্ট্রিটে লকডাউনের মধ্যে আয়োজন করা পার্টির বিষয়ে পুলিশের তদন্ত। প্রাক্তন ডেপুটি চিফ হুইপ ক্রিস পিনশারের বিরুদ্ধে ওঠা যৌন অসদাচরণের অভিযোগের বিষয়গুলো যেভাবে প্রধানমন্ত্রী দেখেছেন, তা নিয়ে প্রশ্ন ওঠার পর চলতি বিদ্রোহের সূত্রপাত ঘটে।