‘পক্ষে রায় পেতে প্রধান বিচারপতিকে চাপ দিচ্ছে আইএসআই’

এবিএনএ: পাকিস্তানের হাই কোর্টের এক বিচারক অভিযোগ করেছেন দেশটির শক্তিশালী সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই বেশ কিছু মামলায় নিজেদের পছন্দ অনুযায়ী রায় দেওয়ার জন্য প্রধান বিচারপতিসহ অন্য বিচারপতিদের চাপ প্রয়োগ করছে। এসব মামলার মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মামলাও রয়েছে। রোববার রাওয়ালিপিন্ডি বার অ্যাসোসিয়েশনে হাই কোর্টের বিচারপতি শওকত সিদ্দিকি এ অভিযোগ করেছেন। বিচারবিভাগ ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টার জন্য এ সময় তিনি আইএসআইয়ের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘আজ বিচারবিভাগ ও গণমাধ্যম বন্দুকওয়ালাদের (সেনাবাহিনী) নিয়ন্ত্রণে। বিচারবিভাগ স্বাধীন নয়। এমনকি গণমাধ্যমকে সেনাবাহিনীর কাছ থেকে নির্দেশনা পেতে হচ্ছে। গণমাধ্যম সত্য বলছে না, কারণ তারা চাপে আছে এবং তাদের স্বার্থও রয়েছে।’ শওকত সিদ্দিকি বলেন, বিভিন্ন মামলায় আইএসআই তাদের চাহিদা অনুযায়ী রায় পাওয়ার জন্য বেঞ্চ গঠন করে। আইএসআই প্রধান বিচারপতিকে বলেছে, নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ যেন ২৫ জুলাইয়ের আগে কারাগার থেকে বের হতে না পারে তা নিশ্চিত করতে বলেছেন। নওয়াজ ও তার মেয়ের এভেনফিলন্ড মামলার আপিল শুনানির বেঞ্চে যেন আমাকে না রাখা হয় প্রধান বিচারপতিকে সে নির্দেশনাও দিয়েছে আইএসআই। প্রধান বিচারপতি আইএসআইকে জানিয়েছেন, তাদের পছন্দ অনুযায়ী তিনি বেঞ্চ গঠন করে দেবেন।’
Share this content: