এবিএনএ : টাইগার শ্রফ আর দিশা পাটানি। বহুদিন ধরেই দুজনকে একসঙ্গে দেখা যায়। ডিনার কিংবা লাঞ্চ ডেট ছাড়াও দুজনের একসঙ্গে মালদ্বীপ যাওয়ার খবরও শোনা যাচ্ছিল। এবার নাকি বিচ্ছেদ সেই জুটির! আরো শোনা যাচ্ছে, বিচ্ছেদের কারণ উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। কিছুদিন আগেই একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় দিশা ও আদিত্য ঠাকরে লাঞ্চ এ যাচ্ছেন একসাথে। এরপর থেকেই জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই দিশা ও টাইগারের মনোমালিন্য শুরু। এতদিন পর্যন্ত বহুবার ক্যামেরার সামনে নিজেদের ‘বেস্টফ্রেন্ড’ বলে দাবি করেছেন দিশা ও টাইগার শ্রফ।
তবে ‘ভারত’ ছবির প্রিমিয়ারে গিয়ে দিশা জানান, টাইগারের সঙ্গে তিনি বন্ধুত্বের সম্পর্কে ছাড়িয়ে আরো বেশি কোনও সম্পর্কের দিকে এগিয়ে যেতে চান। তবে ‘ভারত’ মুক্তি পাওয়ার পরবর্তী পর্যায়ে গিয়ে এবার শোনা যাচ্ছে টাইগারের সঙ্গে সম্পর্ক ভাঙতে চলেছেন তিনি। জানা গিয়েছে, এই সিদ্ধান্ত দু’জন মিলে নিয়েছেন। ফলে আপাতত দিশা আর টাইগার এখন ‘বন্ধু’। এর থেকে বেশি কোনও সম্পর্ক তাদের মধ্যে নেই।