
এবিএনএ: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ঘটনার প্রায় ১৪ বছর পর বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা হয় বুধভার। পরে সচিবালয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইনু বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল ইতিহাসের ঘৃণ্য সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই হামলার মধ্য দিয়ে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছিল।’ ২০০৪ সালের ২১ আগস্ট হামলার ১৪ বছর পর বুধবার ঘোষিত রায়ে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের ফাঁসি এবং তারেক রহমানসহ আরও ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। আরও ১১ আসামির দণ্ড হয়েছে বিভিন্ন মেয়াদে। হামলার পর প্রকৃত হামলাকারীদের বাঁচিয়ে নিরীহ জজ মিয়াকে ফাঁসানোর চেষ্টা, আলামত গায়েবসহ নানা ঘটনায় বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। আর মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টার কারণে তদন্তেই পরে কেটে গেছে আটটি বছর। এরপর শুনানি হয়েছে আরও ছয় বছর।
Share this content: