এবিএনএ: বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক নৌকার প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে।সংগঠনের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণার পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের মধ্যেও এই ব্যাপারে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে । প্রবাসে থাকা ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বিভিন্ন পোস্টার ও প্রচারণাপত্র বিলি করা হচ্ছে। এই প্রচারণার অংশ হিসাবে সংগঠনটির উদ্যোগে গত ১৮ ডিসেম্বর,মংগলবার রাতে আটলান্টিক সিটির একটি ভেনুতে এক প্রবাসী সমাবেশের আয়োজন করা হয়।