
এবিএনএ : উন্নত ঢাকা গড়ার রূপরেখা সাদরে গ্রহণ করার কারণে নৌকার পক্ষে নগরবাসী রায় দেবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রাথী শেখ ফজলে নূর তাপস। শনিবার বিকেলে রাজধানীর গ্রিন রোডে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সুষ্ঠু ও সন্ত্রাসমুক্ত নির্বাচন উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়ে শেখ তাপস বলেন, আমি আশাবাদী আমরা উন্নত ঢাকা গড়ার যে রূপরেখা দিয়েছি সেটা ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে এবং সেবক হিসেবে আমাকে নির্বাচিত করবে। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট কি না জানতে চাইলে তিনি বলেন, সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয়েছে। আমরা কিছুটা শঙ্কা করেছিলাম সহিংস ঘটনা ঘটতে পারে। একদমই সহিংস ঘটনা ঘটেনি। একটি সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।
কয়েকটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর সমস্যার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তাপস বলেন, কিছু অভিযোগ আমরা পেয়েছি। যেহেতু এটি যান্ত্রিক এবং তথ্যপ্রযুক্তি নির্ভর একটি যন্ত্র তাই অনেক সময় বন্ধ হয়ে যায়। ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে তাপস বলেন, এক বছর আগেই জাতীয় নির্বাচন হয়েছে। ওই নির্বাচনে সবার আগ্রহ থাকে। এখানে যেহেতু সরকার পরিবর্তনের কোনো বিষয় নেই আর স্থানীয় সরকার নির্বাচন, এজন্য আগ্রহ কম হতে পারে।
Share this content: