আমেরিকালিড নিউজ

নোবেলের অর্থে ট্রাম্প-কিমের বৈঠক চায় আইক্যান

এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সিঙ্গাপুরে আসন্ন বৈঠকের সমস্ত খরচ বহন করার দায়িত্ব নিতে চায় পারমাণবিক অস্ত্র বিরোধী আন্তর্জাতিক সংগঠন আইক্যান। ২০১৭ সালে শান্তিতে নোবেল পায় পারমাণবিক অস্ত্র বিরোধী আন্তর্জাতিক এ সংগঠন। এবার তারা উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক উত্তেজনা হ্রাস করতে বড় ভূমিকা রাখতে চায়। নোবেল শান্তি পুরস্কারের বিনিময়ে যে আর্থিকমূল্য পেয়েছিল সংস্থাটি, সেই অর্থই ১২ জুন সিঙ্গাপুরের ঐতিহাসিক বৈঠকে কাজে লাগাতে চাইছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ ট্রাম্প-কিম বৈঠকের খরচ ও নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছে পিয়ংইয়ং৷ তাদের ভাবনায় প্রথমেই রয়েছে, সিঙ্গাপুরে প্রেসিডেন্ট কিম ও তাঁর সহযোগীদের থাকার বিপুল খরচ কোথা থেকে আসবে৷ দ্বিতীয়ত, যে কিম কোনওদিন সিঙ্গাপুরে পা রাখেননি, তার নিরাপত্তার ব্যবস্থা কী হবে৷ এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছে শান্তিতে নোবেল পাওয়া সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপনস-আইক্যান।

নোবেল পুরস্কারের সঙ্গে পুরস্কার মূল্য হিসাবে তারা পেয়েছিল ৯ মিলিয়ন সুইডিস ক্রাউন বা ১.০২ মিলিয়ন ডলার৷ এই অর্থই ব্যয় করতে চাইছে সংস্থাটি। দীর্ঘ প্রায় ৬৫ বছরের শত্রুতা ভুলে করমর্দন করতে দেখা গিয়েছিল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনকে৷ আরও একটি বিষয়ে উল্লেখযোগ্য হয়ে উঠেছিল এই বৈঠক৷ এখান থেকেই বরফ গলতে শুরু করেছিল ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যেও৷ এরপর ফের উত্তেজনা দেখা দেয় ট্রাম্প-কিমের মধ্যে। তবে অকস্মাৎ মত পরিবর্তন করে আবারও কিমের সঙ্গে আলোচনায় বসতে চায় ট্রাম্প। ট্রাম্পের এ মত পরিবর্তনের নেপথ্যেও যে আইক্যান ভূমিকা রাখছে সেটাও প্রকাশ্যে এসেছে।

Share this content:

Back to top button