জাতীয়বাংলাদেশলিড নিউজ

নিহত পুলিশ কর্মকর্তার পরিবারকে ইসির অনুদান

এবিএনএ : নির্বাচনের সময় দায়িত্ব পালনকালে নিহত এক পুলিশ পরিদর্শকের পরিবারেরকে  সাড়ে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে অনুদানের চেক হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। নিহত পুলিশ পরিদর্শক মোসলেম উদ্দিনের মেয়ে মনিরা পারভীন ও মেয়ের স্বামী লুৎফর রহমান এ চেক গ্রহন করেন। ইসি থেকে জানানো হয়, জামালপুর জেলাধীন ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০১৭ উপলক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বপালনরত অবস্থায়  পুলিশ পরিদশর্দক মো. মোসলেম উদ্দিন মারা যান। মনিরা পারভীন সাংবাদিকদের জানান, ২০১৭ সালের ২৩ মে চিনাডুলি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্ঠা করে দুস্কৃতকারীরা। এসময় নিরাপত্তা রক্ষায় পুলিশ গুলি ছোঁড়ে। এর এক পর্যায়ে মোসলেম উদ্দীন স্ট্রোক করেন। উদ্ধার করে হাসপাতালে নিলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share this content:

Related Articles

Back to top button