
এবিএনএ: বিএনপি মনোনীত তিন প্রার্থী নির্বাচন করতে পারছেন না। এরা হলেন, নাটোর ৪ আসনে আব্দুল আজিজ, গাইবান্ধা-৪ আসনে ফারুক কবীর ও নরসিংদী ৩ আসনে মঞ্জুর ইলাহী। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন। নরসিংদী সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে থেকে মঞ্জুর এলাহীর মনোনয়নপত্র দাখিলের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল মঙ্গলবার রিটটি করেন একই আসনের আওয়ামী লীগ প্রার্থী জহিরুল হক ভূঁইয়া মোহন। এর আগে হাইকোর্টে বিভিন্ন কারণে ২০ জনের মতো প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে।
Share this content: