,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

নির্বাচন কমিশনের বাজেট কমলো

এ বি এন এ : আগামী ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে নির্বাচন কমিশনের জন্য ১ হাজার ২৯০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা চলতি অর্থ-বছরের সম্পূরক বাজেট থেকে ২০৯ কোটি টাকা কম।
২০১৫-১৬ অর্থ বছরে ইসির জন্য বরাদ্দ রাখা হয়েছিল ১ হাজার ৪৯৯ কোটি টাকা। এই অর্থ বছরে বেশ বড় কয়েকটি নির্বাচন ছিল। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- চার হাজারের অধিক ইউনিয়ন পরিষদের নির্বাচন, ৩ শতাধিক পৌরসভার নির্বাচন ও ৩টি সিটি করপোরেশন নির্বাচন। এসব কারণে চলতিই অর্থ বছরের বাজেটে ইসির জন্য বরাদ্দ বেশি ছিল। আগামী অর্থ বছরে কয়েকটি সিটি কর্পোরেশনের নির্বাচন থাকলেও তেমন বড় কোনো নির্বাচন নেই। সেজন্য ২০১৬-১৭ অর্থ বছরের জন্য বরাদ্দ তুলনামূলক কম দেয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই বাজেটে নির্বাচন কমিশনের অনুন্নয়ন খাতের জন্য নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক খাতের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৩৬২ কোটি টাকা। আর উপ-নির্বাচনসহ বিভিন্ন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উন্নয়ন বাজেট বরাদ্দ দেয়া হয়েছে ৯২৮ কোটি টাকা। অনুন্নয়ন খাতের বরাদ্দ টাকা নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউট (ইটিআই), ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (এনআইডি), আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস এবং উপজেলা/থানা নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ব্যয় করা হবে।
নির্বাচন কমিশনের উন্নয়নখাতে বরাদ্দ রাখা ৯২৮ কোটি টাকা ব্যয়ের খাতসমূহ হচ্ছে-ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম, সিটি কর্পোরেশন নির্বাচন, উপ-নির্বাচন অনুষ্ঠান, অবশিষ্ট উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন, ডাটাবেজ সংরক্ষণের জন্য অবশিষ্ট উপজেলা, জেলা, আঞ্চলিক সার্ভার স্টেশন ভবন নির্মাণ, উন্নতমানের (স্মার্ট) জাতীয় পরিচয়পত্র প্রদান, জাতীয় পরিচয়পত্রের তথ্যযাচাই/সনাক্তকরণ সংক্রান্ত সুবিধা প্রদান এবং ইসির প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচনী ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা।
এছাড়া বেশ কয়েকটি প্রকল্প রাখা হয়েছে উন্নয়ন বাজেটের আওতায়। এরমধ্যে রয়েছে- কন্সট্রাকশন অব উপজেলা এন্ড রিজিওনাল সার্ভার স্টেশন ফর ইলেকটরাল ডাটাবেজ, স্ট্রেংদেনিং ইলেকশন ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ, ইলেকশন রিসোর্স সেন্টার নির্মাণ ও আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহেনসিং একসেস টু সার্ভিসেস।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited