জাতীয়বাংলাদেশলিড নিউজ

নির্বাচনে অংশ নেবে বিএনপি: আশাবাদী সিইসি

এবিএনএ : একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, ইসির সংলাপে অংশ নেওয়া মানেই তারা নির্বাচনেও অংশ নেবে, আমাদের কাজের ওপর তাদের আস্থা রয়েছে।আজ শনিবার ঢাকা মহানগরীর ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদসহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিইসি ছাড়া চারজন নির্বাচন কমিশনারও রাজধানীর বিভিন্ন এলাকায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন।সিইসি বলেন, আমি বিশ্বাস করি, আমাদের প্রতি বিএনপির আস্থা রয়েছে এবং তারা আগামী নির্বাচনে অংশ নেবে।এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সবগুলো রজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে সুপারিশগুলো পুস্তিকা আকারে প্রকাশ করা হবে। ইসির আওতায় আছে এমন প্রস্তাবগুলোর বিষয়ে আমরা বিবেচনা করব। সাংবিধানিক বিষয়গুলো নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে কমিশন নিজেরা বসবে। তবে সব ধরনের সুপারিশ সংলাপে অংশ নেওয়া দল ও সরকারের কাছে পাঠানো হবে।গত ২৪ আগস্ট শুরু হওয়া রাজনৈতিক দলের সংলাপ ১৯ অক্টোবর শেষ হচ্ছে।প্রসঙ্গত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হওয়ায় বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচন বর্জন করেছিল। তবে বিএনপি এবার নির্বাচনকালীন ‘সহায়ক সরকারের’ দাবি তুলেছে। এই অবস্থায় আগামীকাল রবিবার বিএনপি নির্বাচন কমিশনের চলমান সংলাপে অংশ নেবে বলে ঘোষণা দিয়েছে।

Share this content:

Back to top button