জাতীয়বাংলাদেশলিড নিউজ

নির্বাচনী প্রচার সামগ্রীর ৯৫ শতাংশ অপসারণ হয়েছে: সাঈদ খোকন

এবিএনএ: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘ব্যানার পোস্টার এবং ফেস্টুনসহ রাজধানীর নির্বাচনী প্রচার সামগ্রীর ৯৫ শতাংশ ইতোমধ্যে অপসারণ করা হয়েছে।’ তিনি বলেন, ‘ফুটপাত দখল করে নির্মিত অস্থায়ী নির্বাচনী ক্যাম্পগুলো আজ থেকে অপসারণের কাজ শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে এগুলো অপসারণ করা হবে।’

রাজধানীর সেগুনবাগিচায় আজ শনিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী অস্থায়ী নির্বাচনী ক্যাম্প অপসারণ কাজের উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণে এর আগে আমরা সংসদ সদস্যদের আহ্বান জানিয়েছিলাম। তারাও চেষ্টা করেছেন। এর পরেও যদি কোথাও নির্বাচনী প্রচার সামগ্রী দেখতে পান তাহলে আমাদের কর্মকর্তা কিংবা সরাসরি আমাকে অবহিত করবেন। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।’

Share this content:

Related Articles

Back to top button