এবিএনএ: সরকারি সম্পত্তি ও ব্যক্তির ওপর হামলাকারীদের সরাসরি গুলির নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সদস্যদের এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর।
প্রবল বিক্ষোভের মুখে সোমবার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপকসে পদত্যাগ করতে বাধ্য হন। কিন্তু বিরোধীরা প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যায়। সংঘর্ষে এ পর্যন্ত আট জন নিহত ও দুই শতাধিক আহত হয়েছে। তারা কলম্বোতে প্রধানমন্ত্রীর বাসভবন টেম্পল ট্রিসে হামলার পর মাহিন্দাকে ত্রিঙ্কোমালিতে নৌবাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। বিরোধীরা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবি করলেও তিনি সেই দাবি মানবেন না বলে জানিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে বুধবার পর্যন্ত সারাদেশে কারফিউ জারি করা হয়েছে।
Share this content: