আমেরিকা

নিউমোনিয়ায় আক্রান্ত হিলারি

এ বি এন এ : ভোটের দুই মাস আগে নিউমোনিয়ায় আক্রান্ত হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। ৬৮ বছর বয়সী হিলারি রবিবার নাইন-ইলেভেনের অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর চিকিত্সকের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়, নিউমোনিয়ার চিকিত্সা চলছে এই প্রার্থীর।

গত শুক্রবারই হিলারির নিউমোনিয়ার লক্ষণ ধরা পড়ে বলে জানান তার চিকিত্সক লিসা বারডাক। বর্তমানে নিউ ইয়র্কের বাড়িতে থাকা এই প্রার্থী দ্রুতই সেরে উঠছেন বলে জানান তিনি। বিবৃতিতে বারডাক বলেন, তাকে অ‌্যান্টিবায়োটিক দিয়েছি, বিশ্রামে থাকতে বলা হয়েছে। সকালের অনুষ্ঠানে গরমে পানিশূন‌্যতায় অসুস্থ বোধ করছিলেন তিনি। এখন আমি তাকে পরীক্ষা করেছি। তিনি দ্রুতই সেরে উঠছেন।

 

Share this content:

Back to top button